দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল, খুঁটি পুজোর মাধ্যমে শুরু প্রস্তুতি

The Truth Of Bengal : বর্ষার মেঘ সরে শরতের নীল আকাশের অপেক্ষায় রয়েছেন আম জনতা । কারণ বাঙালি মেতে উঠবে দুর্গাপুজোয় । যদিও উৎসব প্রিয় বাঙালির পুজোটা শুরু হয় খুঁটি পুজো থেকেই। রবিবার বৃষ্টিস্নাত সকালে সাড়ম্বরে যাদবপুরের কাটজুনগরের বাসিন্দারা করলেন খুঁটি পুজো। এবছরটা তাদের কাছে স্পেশাল। কারণ ৭৫ বছরে পা দিচ্ছে এবারের পুজো । দীর্ঘদিনের পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ ভালবাসা। এবারে তাদের থিম ‘৭ এ আছি ৫ এ আছি ‘ এক কথায় তারা জানাচ্ছেন, সাথে আছি পাশে আছি।
সমাজের নানা স্তরের মানুষজন এই খুঁটিপুজোর দিনে এক হয়েছিলেন । অভিনেত্রী অলিভিয়া সরকার জানাচ্ছেন এই খুঁটি পুজোর দিনেই পুজোর গন্ধ পাচ্ছেন । পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য এই খুঁটি পুজোর দিনেও সরব পুরুষদের নিয়ে। দুর্গা যদি হন দশভূজা পুরুষও তবে ‘দশভূজ’ । বৃষ্টিস্নাত সকালে সকলেই ধরা দিলেন অন্য মেজাজে কারণ পুজো যেহেতু দোর গোড়ায় আর মাস দুয়েকের অপেক্ষা।