রাজ্যের খবর

নতুন ভাবনায় পটচিত্র, লাভের মুখ দেখছেন শিল্পীরা

Artists are seeing profits in new ways of thinking about Patachitra

Truth Of Bengal: বাংলার প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য ও লোকশিল্প পটচিত্রকে বাঁচিয়ে রাখার নতুন উদ্যোগ। অর্থ উপার্জন ও পটশিল্পকে পুনঃজীবিত করতে বিভিন্ন উপহার সামগ্রীতে ফুটিয়ে তুলছেন শিল্পের ছোঁয়া। আবেদ ও সায়রা চিত্রকরের তুলির টানে ফুটে উঠছে পটচিত্র। চন্ডীপুরের পটচিত্র মন কাড়ছে সকলের।

পটচিত্রের তুলির টানে অসাধারণ শিল্পকলা। প্রচন্ড গরমের দাবদাহে জলের পাত্রের উপর পটচিত্রের শিল্পকলা। আবেদ ও সায়রা চিত্রকরের তুলির টানে জলের পাত্রে ফুটে উঠছে পটচিত্র। চন্ডীপুরের পটচিত্র মন কাড়ছে সকলের। পূর্ব মেদিনীপুরে বহু চিত্রকর অর্থ উপার্জন ও পট শিল্পকে জীবিত রাখতে উপহার সামগ্রী তৈরি করছেন। বাংলার লোকসংস্কৃতি ও লোকশিল্পীর অন্যতম ধারক এবং বাহক পটচিত্র।

এখন পট এর ছবি দেখিয়ে এবং নিজেদের লেখা গান গেয়ে উপার্জন করার দিন বদলেছে। ফলে বাধ্য হয়েই নিজেদের উপার্জন এবং এই পটচিত্রকে বাঁচিয়ে রাখতে চিত্রকর উপহার সামগ্রী তৈরি করছেন। এ বিষয়ে চন্ডিপুর ব্লকের হবিচক নানকারচক এলাকার আবেদ চিত্রকর জানান, ‘ বর্তমানে পাড়ায় পাড়ায় পট দেখিয়ে গান গেয়ে রোজগার নেই। পট শিল্পের মাধ্যমেই সেজে উঠছে উপহার সামগ্রী এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র। এর ফলে যেমন চিত্রকরেরা আর্থিক উপার্জন করতে পারছে ঠিক তেমনি পটচিত্র বেঁচে থাকছে।

কোন প্রথাগত শিক্ষা না থাকলেও জন্মগত থেকেই তাঁরা শিল্পী। ছবি এঁকে গান গেয়েই তাদের জীবনযাপন। তাঁরা পট চিত্রকর। কিন্তু বাংলার অন্যতম প্রাচীন লোকশিল্প এই পটচিত্র কে ভুলতে বসেছে বর্তমান সমাজ। বর্তমান প্রজন্মের সামনে নিজেদের শিল্পকর্ম ফুটিয়ে তুলছেন জামা কাপড় থেকে মাটি ও অ্যালুমিনিয়ামের জিনিসপত্রে। আর সেই সব শিল্পকর্ম বিক্রি হচ্ছে দেদার। পটচিত্রের ছবিতে ফুটে উঠছে ঘর সাজানোর জিনিস ও উপহার সামগ্রী। জলের বোতল থেকে বেতের কুলো। মাটির লক্ষ্মীর ভার থেকে অ্যালুমিনিয়ামের হাঁড়ি, কেটলি, কলসি সহ নানান জিনিসপত্রে পটচিত্রের শিল্পকর্মের ফুটে উঠছে।

Related Articles