রাজ্যের খবর

সিউড়ির বাইক চুরির ঘটনায় ধৃতকে আদালতে পেশ

Arrested in Seuri's bike theft case brought to court

The Truth Of Bengal : সিউড়ির ভারত সেবাশ্রম থেকে একটি মোটর বাইক চুরি যাওয়ার ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। তারপরেই মোটর বাইকের মালিক অভিযোগ জানাই সিউড়ি থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

তদন্তে নেমে সিউড়ি থানার পুলিশ সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত শুরু করে। সেই তদন্তে মোটর বাইক সহ এক অভিযুক্তকে গ্রেফতার করে। আজ তাকে তোলা হবে সিউড়ি আদালতে। জানা গেছে ওই মোটরবাইক চুরি যাওয়া ব্যক্তি মোহাম্মদ বাজারের দেওয়ানগঞ্জ থেকে তার ছেলেকে দেখতে ভারত সেবাশ্রমে এসেছিলেন। বাইরে মোটরবাইকের রাখা পরই চুরি যায়। তিনি সিউড়ি থানায় একটি লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ তদন্ত শুরু করে সিউড়ির কুখুডিহি এলাকা থেকে এক ব্যক্তি সহ মোটরবাইক উদ্ধার করে। হারিয়ে যাওয়া মোটরসাইকেল পুলিশ তুলে দেয় মোটরবাইক মালিককে। মোটরবাইক পেয়ে খুশি মোটর বাইকের মালিক ধন্যবাদ জানিয়েছে সিউড়ি থানা পুলিশকে।

Related Articles