বিজেপি নেতা অর্জুন সিং-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা!
Arrest warrant issued against BJP leader Arjun Singh!

Truth Of Bengal: ২৬-এ মার্চ গুলি চালানোর ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিং-এর বিরুদ্ধে জারি করা হল গ্রেফতারি পরোয়ানা। মঙ্গলবার এই রায় দেয় ব্যারাকপুর আদালত। জগদ্দল থানায় অর্জুন সিং-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।
অর্জুন সিং-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে কুনালের পতিক্রিয়া pic.twitter.com/nPayA3Ny2L
— TOB DIGITAL (@DigitalTob) April 1, 2025
গত মাসে জগদ্দল থানা এলাকায় গুলি চলার ঘটনা ঘটে। সেই ঘটনায় আহত হন কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল কর্মী। এরপরই আক্রান্ত ওই কর্মী অর্জুন সিং-এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। এই ঘটনায় পুলিশ বারবার অর্জুন সিং তলব করলেও তিনি হাজিরা দেননি। এরপরই বিষয়টি ওঠে ব্যারাকপুর আদালতে। সমস্ত দিক খতিয়ে দেখে ব্যারাকপুর আদালত জারি করে গ্রেফতারি পরোয়ানা।
গুলি চালানোর ঘটনায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ অর্জুন সিংয়ের বাহুবলী রাজনীতির কড়া সমালোচনা করেছেন। এদিকে অর্জুন সিং জানিয়েছেন, পুলিশের কথায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি কলকাতা হাইকোর্টে ন্যায়বিচার চাইতে যাবেন। সবমিলিয়ে অর্জুনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই বিজেপির অস্বস্তি বেড়েছে।