রায়দিঘিতে তৃণমূলে যোগ দিল প্রায় ৪০টি আই এস এফ পরিবারের সদস্য
Around 40 ISF family members join Trinamool Congress in Raydighi

Truth Of Bengal: আইএসএফের ভাঙ্গন রায়দিঘীতে! বিগত কয়েকদিন আগে বিজেপির ভাঙ্গন দেখা গিয়েছে রায়দিঘী, মথুরাপুর-সহ অন্যান্য জায়গা গুলিতে। এবার দেখা গেল রায়দিঘীর কাশীনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় ৪০ টি পরিবার যোগ দিল তৃণমূলে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতিবিধি দেখে তাঁরা উন্নয়নের সঙ্গে সামিল হন। এদিন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য উদয় হালদারের হাত দিয়ে দলীয় পতাকা তুলে নেন এই ৪০টি পরিবারের হাতে। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাশিনগর অঞ্চলের অঞ্চল সভাপতি জয়দেব হালদার, যুব সভাপতি বিল্টু লস্কর, মথুরাপুর দু’নম্বর ব্লকের বিদ্যুতের কর্মদক্ষ আলাউদ্দিন মোল্লা-সহ অন্যান্যরা।
এদিন তৃণমূলে যোগদানকারী মানোআখন বলেন, আইএসএফে থাকাকালীন আমরা কোন সুযোগ সুবিধা পাইনি। সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার যে ভাবে চলছে সেই উন্নয়নে আমরা সামিল হয়েছি, এদিন জেলা পরিষদের সদস্য উদয় হালদার বলেন সিপিএম তামাক সেজে দিচ্ছে আর বেজেপি সেই তামাকে হাওয়া দিচ্ছে, এটা সকলে দেখছে, সারা বাংলায় একটা অরজগতা তৈরি করছে।
তারপরেও হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু অধিকারীর সেই কথাকে দূর করে দিয়ে, মমতা ব্যানার্জির সঙ্গে আছে সাধারণ মানুষ সেটা আজ প্রমাণ করে দিল। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সারা বাংলাকে এগিয়ে নিয়ে যাবো এটা আমাদের প্রতিজ্ঞা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেই উন্নয়ন কর্মযজ্ঞতে আনন্দিত হয়ে অনুপ্রাণিত হয়ে আজকের আইএসএফ থেকে সিপিএম থেকে বিজেপি থেকে দলে দলে যোগ দিচ্ছে তৃণমূলে। এর ফলে ২০২৬ বিধানসভা নির্বাচনে ব্যাপক জয় হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।