রাজ্যের খবর

ফের শুটআউট মালদহে! এবার মদের আসরে চলল গুলি, আহত তিন

Another shootout in Malda! This time, shooting took place at a liquor bar, three injured

Truth Of Bengal: আবারও শুটআউট মালদহে! বৃহস্পতিবার রাতে কালিয়াচকের আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর বাজার সংলগ্ন পাঁচুয়াটোলা এলাকায় ঘটে এই ঘটনা। মদের ঠেকে গুলিবিদ্ধ হন অসিত মণ্ডল নামে এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন নিমাই মণ্ডল ও রকি সিংহ নামে আরও দুজন।

কেন এই গুলি চলল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, মদের ঠেকে আগে থেকেই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। তার জেরেই এদিন গুলি চলে বলে অনুমান। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

মালদহে একের পর এক শুটআউটের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা। মাত্র দু’দিন আগেই কালিয়াচকের বৈষ্ণবনগর থানা এলাকার বীরনগর বাজারের কাছে একটি মদের আসরে গুলি চলেছিল। সেই ঘটনায় দু’জনের মৃত্যু হয়, আহত হন আরও কয়েকজন। পুলিশ ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতের এই গুলির ঘটনাতেও চোরাচালান চক্রের সংঘর্ষের যোগ থাকতে পারে। ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে। তবে ঘটনার আসল কারণ এখনও স্পষ্ট নয়।

পরপর দুই শুটআউটের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা আরও বাড়বে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের ভিত্তিতে দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles