মালদায় ফের শ্যুট আউট, উদ্ধার রক্তাক্ত যুবক
Another shootout in Malda, bloody youth rescued

Truth Of Bengal: মালদা, অভিষেক দাস: আবার মালদার কালিয়াচকে শ্যুট আউটের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক।বন্দুকবাজের গুলিতে জখম এক যুবক। লিচুবাগান থেকে রক্তাক্ত যুবককে উদ্ধার করা হয় করিম শেখকে। ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজে। শান্ত এলাকায় বহিরাগতরা কী এই দুষ্কর্ম করছে? নাকি অন্যকোনও ঘটনা পিছনে রয়েছে? সবটাই কালিয়াচক থানার পুলিশ তদন্ত করে দেখেছে।
মালদায় বহিরাগতদের দৌরাত্ম্য দমনে পুলিশ নজরদারি বাড়িয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি করা হয়েছে ডিএসপি ক্রাইম পদ। জিরো টলারেন্স নীতি নিয়ে অপরাধ দমনে আরও তত্পর প্রশাসন। অপরাধমূলক কাজ যাতে শূন্যে নেমে আসে,সেজন্য পুলিশি সমন্বয় বাড়ানো হচ্ছে। তারমাঝে মালদার কালিয়াচকে গুলি চলায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। রবিবার রাত দশটা নাগাদ বাড়ির পাশেই লিচু বাগানে কাজ করছিল যুবক করিম শেখ। কে বা কারা করিম শেখ কে গুলি করেছে, সে বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে কালিয়াচকের মোজমপুরের বাসিন্দারা।
কালিয়াচকের মজমপুর গত কয়েক মাস ধরে শান্তই ছিল। সম্প্রতি সেখানে নতুন করে আবার উত্তেজনার পরিবেশ তৈরি হচ্ছে। করিম শেখের উপর হামলা তেমনই এক ঘটনা বলে দাবি প্রতিবেশীদের। দিন কয়েক আগেও রাতের অন্ধকারে এক তৃণমূল নেতাকে দুষ্কৃতীরা তাড়া করে এভাবেই গুলি চালিয়ে খুন করেছিল। এরপর নিরীহ যুবকের ওপর হামলায় বেঁধেছে রাজনৈতিক বিতর্ক।
সাধারণ মানুষের স্বার্থে পুলিশ প্রশাসন গৌড়বঙ্গের সীমান্ত এলাকায় বাড়িয়েছে নজরদারি। তদন্ত করে দেখা হচ্ছে, কোনও দুষ্কৃতী চক্রের হাত রয়েছে কিনা?