রাজ্যের খবর

Lok Sabha Election 2024 : আরও এক পুলিশ আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন, কে তিনি?

Lok Sabha Election 2024 :Another police officer was removed by the Election Commission, who is he?

The Truth Of Bengal : সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে প্রতি মুহূর্তে বিভিন্ন ক্ষেত্রে ঘটছে বদল। এবার লোকসভা নির্বাচনের আগে ফের আরও এক অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হল ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ মুকেশ কুমারকে।

জানা যায়, সোমবার লোকসভা ভোটের মুখে বাংলার আরও এক অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ মুকেশ কুমারকে সরিয়ে দেওয়া হয়েছে। ২০১৯ সালে মুকেশ কুমার মুর্শিদাবাদ জেলার এসপি ছিলেন। পরবর্তী সময়ে তাঁকে মুর্শিদাবাদ এবং নদীয়া রেঞ্জের ডিআইজি করা হয়। ঠিক কী কারণে আইপিএস মুকেশ কুমারকে নির্বাচন কমিশন সরিয়েছে তা স্পষ্ট নয়। কমিশনের নির্দেশনামায় শুধু উল্লেখ করা হয়েছে, এই অফিসারকে সরিয়ে আপাতত পুলিশ হেডকোয়াটারের কোনও ‘নন-ইলেকশন’ পদ দিতে হবে।

Related Articles