বজবজে গরুর গাছ খাওয়া নিয়ে বিবাদের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে খুন!
An old man was hacked to death over a dispute over a cow eating a tree in Bajbajaj!

Truth of Bengal: বজবজ থানার অর্ন্তগত বুইতা গ্রাম পঞ্চায়েতে বাগানে গরুর গাছ খাওয়া নিয়ে বিবাদের জেরে এক বৃদ্ধ কে খুন করার অভিযোগ স্থানীয় মদ ব্যবসায়ী বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এখনো পর্যন্ত মুল অভিযুক্ত অধরা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। এই ঘটনাটি নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী সাংবাদিক বৈঠক করেন।
উল্লেখ্য অভিযোগ দীর্ঘদিন ধরেই গোপাল মন্ডলের বাগানের গাছ খেয়ে নিচ্ছিল বেশ কিছু গবাদি পশু। গবাদি পশুগুলি স্থানীয় রামপ্রসাদ পোলেনের। অভিযোগ বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ গোপাল মন্ডল তার নিজের বাগানে যান। গবাদি পশু গাছ খেয়ে নেওয়ার প্রতিবাদ করলে বচসা শুরু হয়, এরপর হঠাৎ রামপ্রসাদ ধারালো অস্ত্র দিয়ে গোপাল মন্ডলের মাথায় আঘাত করে। এরপর গোপাল মণ্ডল কে ফেলে মারধর হয় বলে অভিযোগ।
এরপরই স্থানীয়রা গোপাল মণ্ডল কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বজবজ খড়িবেড়িয়ায় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করে। তার অবস্থার অবনতি হওয়ায় বাঙুর থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলাকালীন আজ ভোরবেলা মৃত্যু হয় গোপাল মন্ডলের। খবর বাড়িতে আসা মাত্রই শোকের ছায়া নেমে আসে। চাপা উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।
পরিবারের লোকজন বজবজ থানায় খুনের অভিযোগ দায়ের করে। ঘটনাস্থলে যায় বজবজ থানার পুলিশ। অভিযুক্তর মদের ঠেক থেকে বেশ কিছু মদের বোতল বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থলটিকে।