রাজ্যের খবর
ছুটির দিনে স্টেট ব্যাংকে বেজে উঠলো এমার্জেন্সি এলাম, কারণ কী?
An emergency call rang at the State Bank during the holiday, what is the reason?

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: নদিয়ার ভীমপুর থানার আসাননগর পঞ্চায়েতের বিল্ডিং-এ অবস্থিত আসাননগর স্টেট ব্যাংক। রাত্রি ৮ টায় বেজে উঠল স্টেট ব্যাংকের এল্যাম। রবিবার ছুটির দিন, ব্যাংক বন্ধ। তাই আতঙ্কিত হওয়াটাও স্বাভাবিক।
স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে ব্যাংকের দিকে ছুটে আসেন। এদিকে খবর পাওয়ার পরই সেখানে এসে উপস্থিত হয় ভীমপুর থানার পুলিশ। লোকজন প্রথমে মনে করেছিল ব্যাংকে কোন দুষ্কৃতী ঢুকেছে হয়তো। তবে বিষয়টি তেমন নয়। স্টেট ব্যাংকের ছাদের দরজায এবং পঞ্চায়েত বিল্ডিং-এর ছাদের দরজা হা করে খোলা ছিল।
প্রাথমিক তদন্তে অনুমান, সম্ভবত ইঁদুরের উপদ্রব-এর জেরে সেন্সর এবং সিকিউরিটি এলার্ম উভয়ই একসাথে বেজে ওঠে। তবে এখনই তদন্ত থামচ্ছেন না ভীমপুর থানার পুলিশ, পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছে।