রাজ্যের খবর

দলছুট হওয়া এক বুনো হাতির আক্রমনে জখম হয়ে মৃত এক বৃদ্ধ

An elderly man died after being attacked by a stray wild elephant

Truth of Bengal: নয়ন কুইরী, পুরুলিয়া: দলছুট হওয়া এক বুনো হাতির আক্রমনে জখম হলেন এক বৃদ্ধ। পরবর্তী কালে তার মৃত্যু হয়। ব্যক্তির নাম বাহাদুর মাহাতো প্রায় ৭৫ বছর। বাড়ি পুঞ্চা ব্লক এলাকায়। ঘটনাটা ঘটেছে আজ  সকালবেলা পুঞ্চা বাজার সংলগ্ন মাঠের নিকটে।

এই ঘটনা বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “আজকে ভোর চারটা নাগাদ আমরা পুকুরে গিয়েছিলাম। আর ঠিক সে সময় একটি হাতিকে দেখতে পাই।  তখন অন্ধকার ছিলো। তারপর আমরা পাড়া-প্রতিবেশী, স্থানীয় বাসিন্দারা প্রত্যেকেই ডাকাডাকি করে ওই হাতির পায়ের ছাপ দেখে হাতির পেছনে ছুটতে থাকি। এবং দেখতে পাই হাতির আক্রমণে জখম হয়েছে  বাহাদুর নামে এক ব্যক্তি। হাতির হানায় গুরুত্বর জখম হন বাহাদুর মাহাতো।  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন   পুঞ্চা থানার পুলিশ।”

স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় হাতির হানায়  আহত হয়েছে বাহাদুর মাহাতো তাকে দেখে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি  ঘটনাস্থল থেকে উদ্ধার করে  চিকিৎসার জন্য পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।  এবং সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে  প্রাথমিক চিকিৎসা করার পর। উন্নত মানের চিকিৎসার জন্য অনত্র  হাসপাতালে স্থানান্তরিত করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উন্নত চিকিৎসার জন্য অনত্র হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল যখম হওয়া বৃদ্ধকে। অন্যত্র হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হল জখম হওয়া বাহাদুর মাহাতো। দেও ফিরিয়ে নিয়ে আসা হয় পঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

Related Articles