রাজ্যের খবর
বারাসাতে ১১ বছরের নাবালককে শ্বাসরোধ করে খুন
An 11-year-old minor was strangled to death in Barasat

The Truth Of Bengal : নাবালক খুনের ঘটনায় রণক্ষেত্র বারাসাতে। নিখোঁজ হওয়ার চার দিনের মাথায় পরিতক্ত শৌচাগার থেকে উদ্ধার হয় বালকের পচা গলা দেহ। নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার করে স্থানীয়রা। তার চোখ ও কিডনি কেটে নেওয়া হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। ওই পরিতক্ত শৌচাগারের পাশের বাড়িতেই ওই নাবালকে খুন করা হয়েছে বলেই স্থানীয়দের দাবি। নাবালক খুনের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
অভিযুক্ত ওই মহিলার বাড়িতে ভাঙচুড় চালায় এলাকাবাসীরা। ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। এরপর ঘটনাস্থলে নামানো হয় র্যাফ। ফাটানো হয়, টিয়ার গ্যাসের সেল। ঘটনায় অভিযুক্ত ওই মহিলাকে আটক করেছে পুলিশ। সিল করে দেওয়া হয়েছে তার বাড়ি ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। তবে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।