রাজ্যের খবর

নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের পিছনে এ্যাম্বুলেন্সের ধাক্কা, মৃত ১

Ambulance crashes into back of moving truck after losing control, 1 dead

Bangla Jago Desk: ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারলো রোগী সহ এম্বুলেন্স। এদিন পথ দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি- ময়নাগুড়ি জাতীয় সড়কের হলহলিয়া ফ্লাইওভার সংলগ্ন এলাকায়।দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং আহত হন ছয়জন। মৃত মহিলার নাম মিরা দাস। তিনি আলিপুরদুয়ার জেলার বীরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

জানা গিয়েছে, বীর পাড়া থেকে রোগী নিয়ে শিলিগুড়ি যাচ্ছিল একটি এম্বুলেন্স। সেই গাড়িতে রোগী এবং চালক সহ মোট ৭ জন ছিলেন। নিজেদের রাস্তা ধরেই চলছিল এম্বুলেন্সটি। সেসময় সামনে থাকা একটি ট্রাক আচমকা গাড়ির গতি সামান্য কমালে নিয়ন্ত্রণ হারিয়ে এম্বুলেন্সটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় এম্বুলেন্স গাড়ির সামনের অংশ।

স্থানীয়রা ও হাইওয়ে ট্রাফিক পুলিশ ছুটে এসে আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক মিরা দাসকে মৃত ঘোষণা করেন। বাকিদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত রয়েছে বলে জানা গিয়েছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related Articles