রাজ্যের খবর

প্যাঙ্গলিনের আঁশ উদ্ধার করল বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ির রেঞ্জ, গ্রেফতার এক

Ambari range of Baikunthpur division recovered the scales of pangolin

The Truth of Bengal: প্যাঙ্গলিনের আঁশ সহ ছাল উদ্ধার করল বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি রেঞ্জ, গ্রেফতার এক। বনদপ্তর সূত্রে জানা গেছে এক বন্য পাচারকারীর কাছে বেশ কিছু প্যাঙ্গলিনের আঁশ মজুত রাখা রয়েছে। সেই খবরের ভিত্তিতে আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসের রেঞ্জার আলমগীর হক তার টিম নিয়ে ক্রেতা সেজে ও দলাবাড়িতে ঘাটি গেরে বসে ছিল।

বুধবার সন্ধ্যে সাতটা নাগাত তিন ব্যক্তি বাইক নিয়ে এক জন এসে ব্যাগ থেকে প্যাঙ্গলিনের আঁশ বের করতেই, হাতে নাতে ধরে ফেলে বন্য পাচারকারীকে। বাকি দুজন পালিয়েছে। তারপর সেই বন্য পাচারকারীকে রেঞ্জে নিয়ে এসে জেরা করার পর জানা যায়, বন্য প্রানীর দেহাংশ পাচারের সাথে যুক্ত দীর্ঘদিন হলো। এই পাচারকারীর সাথে আরো কেউ যুক্ত রয়েছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটিকে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বনদপ্তর।

এই বিষয়ে আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসার আলমগীর হক জানায়, বেশ কিছু দিন ধরে খবর ছিল ডুয়ার্সের এক বাসিন্দা বন্যপ্রাণী দেহাংশ পাচারের সাথে যুক্ত রয়েছে। আগেই প্যাঙ্গলিনের আঁশ দু লক্ষ টাকা দর দাম ঠিক হয়েছিল। সেই মতে আঁশ ভত্তি ব্যাগ নিয়ে আসার পরেই ধরে ফেলা হয়। তদন্তের স্বার্থে নাম গপন রাখা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। এর সাথে আরো লোক যুক্ত আছে আশঙ্কা করা হচ্ছে। আজ কোর্টে তোলা হবে।

Related Articles