রাজ্যের খবর

অলটো ও লরির মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২

Alto and lorry head-on collision, 2 dead in horrific road accident

Truth Of Bengal: মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ ব্যক্তি। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দুই নম্বর ব্লকের অন্তর্গত চাপাতলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। তড়িঘড়ি মৃতদেহগুলি উদ্ধার করে পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় সহ পূর্বস্থলী থানার বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, মঙ্গলবার পারুলিয়ার দিক থেকে কাটোয়ার দিকে একটি সিমেন্ট বোঝাই লরি যাচ্ছিল। আর কাটোয়ার দিক থেকে পারুলিয়ার দিকে একটি চার চাকা অলটো গাড়ি যাচ্ছিল। সে সময় কোন কারণ বশত দুটি গাড়ির সংঘর্ষ ঘটে। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিমেন্ট বোঝাই লরির ড্রাইভার ও খালাসির। আর চারচাকা অলটো গাড়ির যাত্রীরা আহত হয়েছেন। ঠিক কী ভাবে ঘটল এই ঘটনা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাটি কি করে ঘটেছে তার সঠিক তথ্য এখন উঠে আসেনি পুলিশ প্রশাসনের হাতে।

Related Articles