রাজ্যের খবর

সরাসরি পুরপ্রধান! সব সমস্যার সমাধান মিলবে এক ফোনেই, বিষ্ণুপুর পুরসভায় চালু হল হেল্পলাইন

All problems will be solved in one phone, helpline has been launched in Bishnupur municipality

The Truth of bengal: কোনও অবৈধ কাজ বরদাস্ত করবে না পুরপ্রশাসন। এক ফোনেই দূর করা হবে অভিযোগ, মেটানো হবে  সমস্যা।এই লক্ষ্য নিয়ে বিষ্ণুপুর পুরসভা চালু করল হেল্পলাইন নম্বর। সেই হেল্প লাইন নম্বরে যোগাযোগ করলে সুরাহা করবে পুরকর্তারা। নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্য কলকাতার মতোই জেলার পুরসভাগুলোও ক্রমশ সক্রিয় ভূমিকা নিচ্ছে।

বাঁকুড়ার মানুষের জীবনযাত্রার মাণোন্নয়নে রাজ্য সরকার এগিয়ে এসেছে।বাংলার সরকারের ৬০টির ওপর  প্রকল্প পৌঁছে দেওয়ার নানা ভাবনা নেওয়া হয়েছে।একদিকে সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়ে দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে,অন্যদিকে,দুয়ারে সরকার,ও পাড়ায় সমাধান প্রকল্পের মাধ্যমে জনপরিষেবার সম্প্রসারণ করা হচ্ছে।এরপর পুরসভাগুলো নিজের মতো সমস্যার সমাধানে এগিয়ে যাচ্ছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন,কোনও সরকারি জায়গা দখল করা চলবে না,কোনও জবরদখল বরদাস্ত করা হবে না  সেইমতো,বিষ্ণুপুর পুরসভা নাগরিক অভিযোগ নিরসনে আন্তরিক প্রয়াস নিয়েছে।উন্নত নাগরিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে চালু করেছে হেল্পলাইন,যার নম্বর হল ৭৪৩২০০০০৩৯ । নাম দেওয়া হয়েছে,সরাসরি পুরপ্রধান। এই উদ্যোগ  সবমহলের কাছে আলাদা প্রশংসা আদায় করে নিচ্ছে।

পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষ্ণুপুর শহরের যেকোনো মানুষ যেকোন ধরনের সমস্যায় পড়লে যদি   এই হেল্পলাইন নম্বরে ফোন করে তবে  তার সমস্যার   সমাধান করার চেষ্টা করবে পুরপ্রশাসন।পুরসভার এই উদ্যোগকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।   বিজেপি কাউন্সিলর তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্খজিত রায় জানান আমরা পশ্চিমবঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী দেখেছি, সরাসরি এম এল এ দেখেছি, সরাসরি মেয়র দেখেছি কোন সমস্যার সমাধান হয়নি। এটা সম্পূর্ণ গিমিক। বিরোধীরা রাজনীতি করার জন্য একথা বললেও।পুরপরিষেবার মাণোন্নয়ন করার পাশাপাশি পরিষেবা পৌঁছে দেওয়ার সদিচ্ছা সত্যিই প্রশংসনীয় বলে অভিমত তৃণমূল নেতৃত্বের।

Related Articles