রাজ্যের খবর

দশভুজাকে রূপ দিচ্ছেন আরেক দশভুজা

Ahead of the Basanti Das Puja of Malda's Mangalbari Gram Panchayat, his studio is busy

Truth of Bengal: জীবদ্দশায় স্বামী শিখিয়েছিলেন মাটির প্রতিমা তৈরি করার কাজ। স্বামীর মৃত্যুর পর সেই কাজ একাই করে চলেছেন মালদার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের বাসন্তী দাস। পুজোর আগে তার স্টুডিওতে ব্যস্ততা তুঙ্গে। বছর সাতেক আগে স্বামী মারা যান। অসহায় অবস্থায় কী করে সংসার চালাবেন তা বুঝতে পারেন না মালদা থানার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বাসন্তী দাস।

সন্তানাদিকে নিয়ে কার্যত অথৈ জলে পড়া বাসন্তী দাস শুরু করেন মাটির প্রতিমা তৈরি করা। স্বামী জীবদ্দশায় মাটির প্রতিমা তৈরি করলেও তিনি সেভাবে কখনো প্রতিমা গড়েন নি তবে স্বামীর সঙ্গে সহযোগিতা করতে গিয়ে দুই একবার এ কাজ করেছিলেন। সে অভিজ্ঞতা থেকেই আজ তার স্টুডিওতে একের পর এক প্রতিমার বরাত আসে।

বুঝে উঠতে পারছিলেন না কি করে ছেলে মেয়েদের নিয়ে সংসার চালাবেন!দশ ভূজার মতো হাতে তুলে নিলেন খর, মাটি,রঙ।শুরু করলেন প্রতিমা তৈরীর কাজ।প্রথমে একটি দুর্গার বরাত পেয়েছিলেন বাসন্তী দেবী।বর্তমানে বেশ কয়েকটি দশভুজার মুর্তি তৈরী করেন এই দ্বিভুজা।

তবে এখন তার ছেলেও হাত লাগান মূর্তী তৈরীতে।গত সাত বছর ধরে বিভিন্ন মুর্তি বানিয়ে অক্লান্ত পরিশ্রম করে তিন মেয়ের বিয়ে দিয়েছেন।ছেলেকে লেখাপড়া শিখিয়ে বড় করে মুর্তি বানানোর কাজও শিখিয়েছেন।দিন রাত এক করে ছেলেদের মত পরিশ্রম করে নির্দিষ্ট সময়ে দেবী দুর্গার মূর্তি পৌঁছে দেন বিভিন্ন পুজো মন্ডপে।

কোনও প্রতিমায় থাকে থিমের ছোঁয়া, কোনোটি আবার সাজিয়ে তোলেন সাবেকিয়ানায়। তবে দশভূজার মৃন্ময়ী মূর্তি তৈরি করে নজর কেড়েছে দুই হাতের এই ‘দেবী’দুগ্গা।এখন খুব ভাল করেই সংসার চলে বাসন্তি দেবীর।আগামী দিনেও এই কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি। যদি মুর্তি তৈরীতে কারোর শেখার ইচ্ছা থাকে তাকেও শেখাবেন বলে জানন তিনি।

Related Articles