রাজ্যের খবর

চুমু খাওয়ার পর আবারও বিতর্কের কেন্দ্রে বিজেপির খগেন মুর্মু, কি করলেন এবার ?

After kissing, BJP's Khagen Murmu is again at the center of controversy, what did he do this time?

The Truth Of Bengal : মালদা:-  বিতর্ক যেন পিছুই ছাড়ছে না উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর। সোশ্যাল মিডিয়ায় আদুরে চুম্বন ভাইরাল হওয়ার পর এবারে খুদেদের নির্বাচনী প্রচারে সামিল করার অভিযোগ উঠলো উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে। এই ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ তুলেছে জেলা তৃণমূল নেতৃত্ব। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের নজরে আনার কথা বলেছে তৃণমূলের জেলার সহ-সভাপতি বাবলা সরকার।

যদিও এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু । তিনি বলেন, “বাচ্চারা মিছিল দেখে এমনিতেই চলে আসছে। কারণ, সেখানে তাদের অভিভাবকেরা থাকছেন। অনেক নাবালকেরা আবার কৌতুহল বসত রাস্তায় দাঁড়িয়ে নির্বাচনী প্রচারের মিছিল দেখছেন। এখানে কোনভাবেই কাউকে প্রভাবিত করা হয় নি। তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

উল্লেখ্য, বৃহস্পতিবার গাজোল ব্লকের বৈরগাছি ২ গ্রাম পঞ্চায়েতের জিগনি গ্রাম এলাকায় উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু দলীয় নেতা, কর্মীদের নিয়ে পায়ে হেঁটে একটি র‍্যালি করেন। ওই গ্রামে বাড়ি বাড়ি প্রচার চালান তিনি। কিন্তু সেই নির্বাচনী প্রচারে র‍্যালিতেই দেখা যায় একদল কচিকাচাদের। যাদের মাথায় রয়েছে বিজেপির দলীয় ঝান্ডা দেওয়া টুপি এবং গলায় রয়েছে ওই দলের সিম্বল। একসঙ্গে একদল নাবালকদের কিভাবে নির্বাচনী প্রচারে সামিল করা হলো তা নিয়েও রাজনৈতিক মহলে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে। কয়েক ঘন্টা ধরে চলা বিজেপির এই নির্বাচনী প্রচারের মিছিলে কচিকাঁচাদের দল রীতিমতো প্রার্থীর সাথেই ঘুরে বেরিয়েছেন। সেইসব নাবালকদের গায়ে বিজেপির প্রতীকি দেওয়া উত্তরীয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় নির্বাচনী আচরণবিধির অভিযোগ উঠতে শুরু করেছে।

Related Articles