রাজ্যের খবর

দীপাবলির পর সাফাই অভিযান, পুরসভার সঙ্গে পথে বিএসএফ

Basirhat Environment

The Truth of Bengal: দীপাবলিতে চারিদিকে পুড়েছে আতসবাজি। চারিদিকে পড়ে আছে বাজির খোল। যা থেকে ছড়ায় দূষণ। সেই পরিবেশকে দূষণমুক্ত করে স্বচ্ছ্ব রাখতে এগিয়ে এল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরিবেশরক্ষার এমন ছবি দেখা গেল বসিরহাটের হাসনাবাদে। টাকি পুরসভার সঙ্গে যৌথভাবে পরিবেশরক্ষায় পথে নামেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। পরিবেশ দূষণরোধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এমন পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষ।

বিএসএফ জওয়ানরা ও টাকি পুরসভার উপ পুরপ্রধান ঝাড়ু, ব্লিচিং পাউডার, পচনশীল বস্তু নিয়ে যাওয়ার জন্য ডাস্টবিন নিয়ে হাজির হন ইছামতি নদীর পাড়ে। ভারত ও বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীর রাজবাড়ি ঘাট, ঘোষবাড়ি ঘাট, চৌধুরি বাড়ির ঘাট সহ একাধিক ঘাটে পরিষ্কার করেন। ৮৫ নম্বর ব্যাটেলিয়ানের মহিলা সীমান্ত রক্ষী বাহিনী ও টাকি পুরসভা মিলিতভাবে এই কাজ করে।

টাকি পুসভার উপ পুরপ্রধান ফারুক গাজি জানান, একদিকে ইছামতির দূষণরোধ অন্যদিকে ঘাটগুলি যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।এলাকা স্বচ্ছ্ব রাখতে নিয়মিত সাফাই অভিযান করে বিএসএফ। এবার দীপাবলি উৎসবের পর পথে ঘাটে পড়ে থাকা বাজির খোল সরাতে জওয়ানদের নিয়ে পথে নামেন বিএসএফ আধিকারিক সংগ্রাম কর বিশাল।শীতের মরসুম শুরু। পর্যটকরা আসা শুরু করেছেন টাকিতে। তার আগে টানা সাফাই অভিযান চালানো হবে। পুরসভার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজ করবে সীমান্তরক্ষী বাহিনী।

free Access

Related Articles