রাজ্যের খবর
Trending
মামাবাড়িতে বেড়াতে এসে সব শেষ , পুকুরে ডুবে মৃত্যু হল ২ শিশুর
After coming to visit uncle's house, it was all over, 2 children drowned in the pond

The Truth Of Bengal : মামার বাড়ি মানে শিশুদের কাছে আবদারের জায়গা, আদরের জায়গা। সেই সঙ্গে খেলার জায়গাও। কিন্তু সেই মামার বাড়িতে গিয়েই জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর । ঘটনাটি ঘটেছে খড়গ্রাম ব্লকের শেরপুর থেকে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের ইটাইসরান গ্রামে । মৃত দুই শিশুর নাম আলিশা খাতুন , বয়স – ১২ ও মোনালিসা খাতুন বয়স ১১বছর।
পরিবার সূত্রের দাবি , ওই দুই শিশুকে অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর পুকুরে নেমে স্নান করার সময় এক ব্যক্তি দেখে পুকুরের মধ্যে ভাসছে ওই দুই শিশু । এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নবগ্রামের ইটাইসরান ।
ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ। এবং ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় নবগ্রাম থানায়। এই ঘটনায় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
Free Access