দীর্ঘ প্রতীক্ষার পর গভীর রাতে কাকদ্বীপে পৌঁছালো নিখোঁজ টলার, আটক মাঝি
After a long wait, the missing toller, detained sailor arrived in Kakdwip late at night

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনা, জাহেদ মিস্ত্রী: গত শনিবার থেকে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে গভীর সমুদ্রে আটকে পড়েছিল ১৯ জন মৎস্যজীবী সহ কাকদ্বীপের নীলকন্ঠ ট্রলার। শেষ পর্যন্ত গতকাল রাত্রি বারোটা নাগাদ উপকূলবায়নি ট্রলারটিকে উদ্ধার করে কাকদ্বীপে নিয়ে আসা হয়। ট্রলার লাগি দীর্ঘ প্রতীক কাজ শেষ না হওয়া পর্যন্ত কাকদ্বীপ বন্দরে সকাল থেকে রাত পর্যন্ত টলার ও আত্মীয় পরিজনের আসার অপেক্ষায় ছিলেন শতাধিক মানুষ।
আত্মীয় পরিজনের কান্নাকাটির মধ্য দিয়ে নৌকার মাঝির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠে আসে। নৌকার মাঝির অবহেলা, মৎস্যজীবীদের মারধর করার মতোও অভিযোগ তুলেছে তাঁরা। তারপর নৌকার মাঝি নামতেই মৎস্যজীবীরা এবং তার পরিবারেরা তার উপর ক্ষোভে ফেতে পড়ে। শেষ পর্যন্ত ঘটনা স্থলে পৌঁছান কাকদ্বীপ থানার পুলিশ, তারা এসে ওই মাঝিকে আটক করে থানায় নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ চালায়।