দীর্ঘদিন প্রেমের পর বিয়েতে অস্বীকার প্রেমিকের, শোকে আত্মহত্যা ছাত্রীর
After a long time of love, boyfriend refuses to marry her, student commits suicide in grief

Truth Of Bengal: বসিরহাট, মন্টু সাহাজী: বসিরহাট মহকুমার স্বরুপনগর থানার বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বছর ষোলোর ইতিকা দাস এবারের বড়বাকরা হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। সেই পরীক্ষার ফল ভালোই হয়েছিল। জানা যায়, দীর্ঘদিন ধরে আটুরিয়ার এক যুবক সুমন দাসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু আচমকাই রবিবার বাড়ি থেকে পালিয়ে গিয়ে দুজনে বিয়ে করার কথা ছিল।
সেই মতো ইতিকা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে সুমন দাসকে ফোন করে। তখনই সুমন দাস তাকে বিয়ে করতে অস্বীকার করে। তারপর একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরে এসে সন্ধ্যেবেলায় বাড়িতে কেউ না থাকার সুবাদে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ইতিকা দাস।
পরিবারের লোকজন বাড়ি এসে দেখে ঘরের আড়াই ঝুলছে মেয়ে। এরপর সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও গ্রামের মধ্যে। এই ঘটনার পর প্রেমিক পলাতক এই ব্যাপারে পরিবারে পক্ষ থেকে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্রীর দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।