রাজ্যের খবর

১২ বছরের বিরতির পর ফের শুরু হচ্ছে শান্তিনাথ শিবের গাজন

After a 12-year hiatus, the singing of Shantinath Shiva is starting again

Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: দীর্ঘ ১২ বছর পর বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের শিরোমনিপুর গ্রামে আবারও শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী শান্তিনাথ শিবের গাজন উৎসব। ২০১২ সালের পর নানা কারণে এই গাজনের আয়োজন বন্ধ ছিল। তবে ২০২৫ সালে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক মাস পর আবারও শুরু হবে বহু ভক্তকুলের প্রিয় এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। ইতিমধ্যে গাজনের আনুষ্ঠানিক সূচনা হয়ে গিয়েছে — পড়ে গেছে ঢাকের কাঠি।

গাজনের আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে, শনিবার কামিনী দেবীর ঘট উত্তোলনের মধ্য দিয়ে গাজনের সূচনা হয়েছে। একই সঙ্গে এদিনই অন্তত ২০০০ নারী-পুরুষ দ্বারকেশ্বর নদ থেকে মঙ্গল ঘট এনে শান্তিনাথ ঠাকুর জিউর মন্দিরে জলাভিষেক করেন। এক আধ্যাত্মিক আবহে শুরু হয়েছে এই উৎসবের প্রথম ধাপ।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, কামিনী মায়ের ঘট উত্তোলনের ঠিক এক মাস পর— অর্থাৎ ২৪, ২৫ ও ২৬ জ্যৈষ্ঠ — মূল গাজনের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে। তিনদিন ধরে চলা এই উৎসবে থাকবে নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠান, লোকাচার, সন্ন্যাসীদের পথপরিক্রমা, শিবের বিয়ে, গাজনের মেলা ও লোকসংস্কৃতির নানা উপস্থাপনা। একদিকে যেমন থাকছে ভক্তির আবেশ, তেমনই থাকছে গ্রামীণ মেলার আনন্দঘন পরিবেশ।

গাজন কমিটির সম্পাদক বিশ্বজিৎ ভদ্র জানিয়েছেন, প্রতি বছরই এই গাজনে প্রচুর মানুষের সমাগম ঘটে। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, আশেপাশের জেলা এমনকি রাজ্যের বাইর থেকেও ভক্তরা এখানে আসেন। সেই কারণে এ বছর গাজনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশাল ভিড় সামলাতে জেলা প্রশাসন ও কোতুলপুর থানার তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থারও আশ্বাস দেওয়া হয়েছে।

শান্তিনাথ শিবের এই গাজন শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও লোকবিশ্বাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। দীর্ঘ বিরতির পর ফের এই গাজন ফিরে আসায় গ্রামবাসীদের মধ্যে প্রবল উৎসাহ ও আবেগ লক্ষ্য করা যাচ্ছে। চারপাশে যেন ফিরে এসেছে পুরনো দিনের সেই চেনা ছন্দ— ঢাকের আওয়াজ, সন্ন্যাসীদের যাত্রা, আর শিব ভক্তদের ভক্তিময় উন্মাদনা। এই গাজন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং তা মানুষের ঐক্য, সংস্কৃতি ও আবেগের উৎসব হয়ে উঠবে বলেই বিশ্বাস আয়োজকদের।

Related Articles