রাজ্যের খবর

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে আক্রান্ত তৃণমূল কর্মী, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Affected tmc leader

The Truth of Bengal: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে আক্রান্ত তৃণমূল কর্মী। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ইটাহারে। মৃত ব্যক্তির নাম তন্ময় সরকার, বাড়ি কুশুমুন্ডি থানা এলাকায়।

মঙ্গলবার রাতে ইটাহার থানার পতিরাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাহাভিটা গ্রামে শ্বশুরবাড়িতে অনুষ্ঠান বাড়িতে এসেছিলেন তিনি। মৃত ব্যক্তির পরিবারের লোকেদের অভিযোগ রাতে বাড়ি ফেরার সময় শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে তাদের জামাইকে গুলি করে কেউ।

শ্বশুর দেবকুমার সরকার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃনমুল কংগ্রেস দলের সদস্য। তিনি অভিযোগ করেন গুলির শব্দ শুনে ঘটনা স্থলে ছুটে যাই আমরা। গিয়ে জামাইকে রক্তাত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে পরিবারের লোকেরা জানতে পারে তন্ময়ের মৃত্যু হয়েছে।

Related Articles