জলপাইগুড়ির রাজগঞ্জে দুঃসাহসিক চুরি, লোপাট প্রায় লক্ষাধিক টাকার সরঞ্জাম
Adventurous theft in Rajganj of Jalpaiguri, lost equipment worth lakhs of rupees

The Truth Of Bengal: জলপাইগুড়ি -কল্যান চন্দ- জলপাইগুড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। গাড়ির গ্যারেজ দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার গাড়ির সরঞ্জাম চুরি হয়েছে বলে জানা যায়।
সূত্রের খবর, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটায় দীপক মন্ডল নামে এক ব্যক্তি বেস কয়েক বছর ধরে একটি গাড়ির গ্যারেজ তৈরি করে আয় করে সংসার চালাতেন। কিন্তু বুধবার রাতে গ্যারেজ বন্ধ করে বাড়ি যাবার পর বৃহস্পতিবার সকালে গ্যারেজ খুলতে গিয়ে দেখতে পায় গ্যারেজের তালা ভাঙ্গা। এরপর গ্যারেজ দোকানে গিয়ে দেখে গ্যারেজের বেস কিছু দামী সরঞ্জাম চুরি হয়ে গেছে। শুধু তাই নয় অন্য মানুষের একটি চার চাকা গাড়ির ইঞ্জিন রাখা ছিল তাও চুরি করে পালিয়েছে চোরের দল। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার সরঞ্জাম চুরি হয়েছে বলে জানিয়েছেন দীপক মন্ডল।
দীপক আরও জানান, সকালে গ্যারেজ দোকান খুলতে এসে নজরে পরে দোকানের তালা ভাঙ্গা। বিষয়টি পুলিস কে জানানো হয়েছে লিখিত আকারে। এর আগেও এলাকায় বেশ কিছু দোকানে চুরির ঘটনা ঘটেছে। এবার আরও একবার চুরির ঘটনা ঘটায় চরম সমস্যায় পড়তে হল ব্যবসায়ী দীপক মন্ডল কে। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।