রাত দখল করবে মেয়েরা, সুরক্ষায় বাড়তি পুলিশ বাহিনীর ব্যবস্থা
additional police force-to protect girls during raat dakhal programme

Truth Of Bengal : স্বাধীনতা দিবসের আগেই সুরক্ষায় স্বাধীনতা চাই মেয়েরা। বর্তমানে রাজ্য থেকে দেশ উত্তাল হয়ে উঠেছে কলকাতার আর জি কর হাসপাতালের ধর্ষণ করে খুনের মামলায়। ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে চিকিৎসকরা। বুধবার রাতে রাত দখল কর্মসূচিতে পথে নামতে চলেছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা। সেই কারণেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
তবে সেটি আন্দোলন আটকানোর জন্য নয় বরং তাদের আন্দোলন যাতে শান্তিপূর্ণ হয় এবং তাদের সুরক্ষার জন্য বাড়তি পুলিশ বাহিনী নিয়োগ করা হয়েছে। কোথায় কত পুলিশ বাহিনী থাকবে সেই নিয়ে বৈঠক হয়েছে কলকাতা পুলিশ এবং রাজ্যের শীর্ষ পুলিশদের সঙ্গে। বৈঠকের শেষে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নির্দেশ দিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে যথেষ্ট পরিমাণে মহিলা পুলিশ মোতায়েন করা হবে।
এর পাশাপাশি তিনি আরো জানিয়েছেন পুলিশ জমায়েতকারীদের সঙ্গে শান্তিপূর্ণ এবং সহযোগিতা পরিবেশ বজায় রাখবে। সূত্রের খবর কলকাতা শহরে নিরাপত্তার জন্যপ্রতিটি ডিভিশনে ডিসি পদমর্যাদার এক জন এবং এসি পদমর্যাদার এক জন অফিসার থাকবেন। পাশাপাশি চলবে টহলদারি এবং শহরের বিভিন্ন প্রান্তে উপস্থিত থাকবেন সিনিয়র পুলিশ অফিসারাও।
উল্লেখ্যভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্জি কর হাসপাতালের নৃশংস ঘটনার তদন্ত CBI এর তুলে দেওয়া হয়েছে। বুধবার সকালে দিল্লি থেকে CBI বিশেষ দল কলকাতায় এসেছে তদন্তের জন্য।