রাজ্যে বর্জ্য ব্যবস্থাপনায় বাড়তি নজর প্রশাসনের, পঞ্চায়েত স্তরেও বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিট গড়ার ব্যবস্থা
Additional focus on waste management in the state administration,

The Truth Of Bengal: রাজ্য বর্জ্য ব্যবস্থাপনায় বাড়তি নজর দিয়েছে প্রশাসন। পুরসভার মতোই পঞ্চায়েত স্তরেও বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিট গড়া হচ্ছে। ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যের বাজেটেও এই বিষয়ে বরাদ্দ করা হয়েছে প্রায় ১২হাজার ৯০০কোটি টাকা। নির্মল বাংলা মিশনের কাজ জোরদার করা হচ্ছে। তবু তার মাঝে কিছু পুরএলাকায় জঞ্জালের সমস্যা জট তৈরি করেছে। তার মধ্যে অন্যতম হল পানীহাটি পুরসভা। পুরপ্রশাসন পথচারীদের স্বস্তি দিতে জঞ্জাল সাফাইয়ের কথা দিয়েছেন।
বাংলাকে নির্মল করার জন্য বর্জ্যমুক্ত পরিবেশ গড়ার কাজ জোরদার করা হচ্ছে।নির্মল বাংলার সেই কাজকে তরান্বিত করার জন্য প্রশাসনিক স্তরে বাড়তি উদ্যোগ দেখা যাচ্ছে।তাই পরিবেশবান্ধব ব্যবস্থাপনার জন্য রাজ্য বাজেটে অর্থ বরাদ্দ করার জন্য প্রয়াসও লক্ষ্যণীয়।প্রশাসনিক হিসেব বলছে,
- শহরে ২,৭৫৮০ লক্ষ লিটার বর্জ্য উত্পন্ন হয়
- বর্জ্য ব্যবস্থাপনার ক্ষমতা ১৫০৫৮.৫ লক্ষ লিটার
- বর্জ্য ব্যবস্থাপনা হয় ১,২৬৮লক্ষ লিটার
- ২০২২-২৩অর্থবর্ষে বাজেটে বর্জ্য দূরীকরণে জোর
- বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ ১২,৮১৮.৯৯ কোটি টাকা
পুরসভার মতোই পঞ্চায়েত স্তরেও জঞ্জালমুক্ত পরিবেশ গড়তে ইউনিট তৈরি করা হচ্ছে।এরমাঝে পানীহাটি পুরএলাকায় আবর্জনার স্তুপ লক্ষ্য করা যায়।নরকযন্ত্রণার মাঝে বাড়ছে ক্ষোভ।ব্যবসায়ীরাও অসন্তুষ্ট এই সমস্যার জন্য।
পানিহাটির এই সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন পানিহাটি পুরসভার উপ পুর- প্রধান সুভাষ চক্রবর্তী। তিনি আশ্বস্ত করেন, বিভাগীয় মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে পুরসভার, আগামী শনিবারের মধ্যেই জঞ্জালমুক্ত হবে পানিহাটি পৌরসভা অঞ্চল।পানীহাটির মানুষ এই জঞ্জালমুক্ত পরিবেশ রক্ষার কাজ জোরদার করার দাবি তুলছে।নাগরিকমহলের দাবির কথা মাথায় রেখে প্রশাসনের শীর্ষকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন।