রাজ্যের খবর

যুদ্ধের আবহে উপকূল রক্ষায় সক্রিয় প্রশাসন

Active administration to protect the coast in a war-like environment

Truth of Bengal: পূর্ব ও পশ্চিম সীমান্তে উত্তেজনা চরমে। ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির আবহে এবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল, বিশেষত দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় জারি হয়েছে কড়া সতর্কতা এবং নজরদারি। গঙ্গাসাগর, নামখানা, পাথরপ্রতিমা, ক্যানিং, গোসাবা, বাসন্তী—এই সমস্ত উপকূলবর্তী থানা এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে স্পেশাল টহলদারি অভিযান।

সূত্রের খবর, বঙ্গোপসাগরের উপকূলীয় জলপথে স্পিডবোটের মাধ্যমে টহল দিচ্ছেন উপকূল থানার পুলিশ সদস্যরা। সুন্দরবন পুলিশ জেলার আধিকারিকরা জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে সাগর উপকূল ধরে কোনো অনুপ্রবেশ বা নাশকতার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণে সকাল থেকে প্রতিটি গুরুত্বপূর্ণ নদীপথ ও সাগরমুখী চ্যানেলে শুরু হয়েছে নজরদারি।

সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, “যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখেই ইতিমধ্যেই সব উপকূল থানাকে সতর্ক করে দেওয়া হয়েছে। সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয় রেখে নজরদারি চালানো হচ্ছে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত থেকেই ভারত-পাক সীমান্তে টানটান উত্তেজনা। ভারতের পাল্টা প্রত্যাঘাতে পাকিস্তানের অবস্থান দুর্বল হয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহল। সেই প্রেক্ষিতেই পূর্বাঞ্চলের সমুদ্র উপকূলে জারি হয়েছে বাড়তি সতর্কতা। গোটা এলাকা জুড়ে নজর রাখা হচ্ছে সন্দেহজনক গতিবিধির ওপর। স্থানীয় মানুষজনকেও সতর্ক থাকতে বলা হয়েছে, কোনও অসংগতি নজরে এলেই যেন তারা পুলিশকে জানান।

 

Related Articles