রাজ্যের খবর

নিজের বাড়িতেই দুর্ঘটনা! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ব্যক্তি

Accident in own home! Man dies after being electrocuted

Truth of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের বাগরোল গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল নলিন সাঁতরা (৫৭) নামে এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজের বাড়িতে একাই ছিলেন নলিনবাবু। তার বাড়ির ইলেকট্রিক বাল্ব দীর্ঘদিন ধরে কাজ করছিল না। তাই সন্ধ্যা ঘনানোর আগে তিনি নিজেই বাল্ব সারানোর কাজ করছিলেন। সেই সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ঠ হন তিনি। তীব্র বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মাটিতে ছিটকে পড়েন তিনি।

পাশের বাড়ির এক কিশোর দুর্ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত পরিবারের সদস্য ও প্রতিবেশীদের খবর দেয়। সঙ্গে সঙ্গে নলিনবাবুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোতুলপুর গ্রামীণ হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই আকস্মিক মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কোতুলপুর থানার পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়েছে।

বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

নলিন সাঁতরার মৃত্যুতে স্থানীয় মানুষজন এবং তাঁর পরিবার গভীর শোকাহত। নিজের বাড়িতে সাধারণ ইলেকট্রিকের কাজ করতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি যে হতে পারে, তা কেউ কল্পনাও করতে পারেনি।

 

 

 

Related Articles