রাজ্যের খবর

মেদিনীপুরের পূর্ণভূমিতে দাঁড়িয়ে, মানুষকে সাথে নিয়ে সরকার গড়ার আবেদন অভিষেকের!

Abhishek's appeal to build a government with the people standing on the plains of Medinipur!

The Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- একদিকে যখন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনে নির্ঘন্ট প্রকাশ করছেন, ঠিক সেই সময় মেদিনীপুরের পূর্ণভূমিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের নিয়ে জনগণ জনসভায় মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত বেলদাতে তৃণমূল কংগ্রেসের জনগণ জনসভার আয়োজন করা হয়। সবার প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠে মেদনীপুরের পূর্ণভূমিকে নমস্কার জানান অভিষেক।

তারপর তিনি বলেন মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি, এই মাটিতে অনেক স্বদেশ প্রেম জন্মগ্রহণ করেছিলেন। তাই এইখান থেকে দাঁড়িয়েই আগত লোকসভা নির্বাচনের নির্ঘণ্টা প্রকাশের দিনেই শাসকদলের রাজনৈতিক লড়াই শুরু হলেও বলেন। সভায় আগত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ধন্যবাদ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠন হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়ার পরে পশ্চিম বাংলার মানুষ নতুন উন্নয়নের স্বপ্ন দেখতে শুরু করেছে।

পাশাপাশি তিনি বলেন মেদিনীপুরের বিভিন্ন জায়গায় কর্মীদের আত্মত্যাগের কথা। মঞ্চে উঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি আগামী দিনে পশ্চিমবঙ্গে বিরোধীদের বিসর্জনের পথ দেখাবে মেদিনীপুর। এদিনের বেলদার জনগর্জন সভার মঞ্চ থেকে ১০০ দিনের প্রকল্পের টাকা আটকে রাখার বিষয়েও আক্রমণ করেন তিনি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে ১০০ দিনের টাকা দেওয়ার প্রতিশ্রুতি করেছিলেন, তা মানুষ পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

FREE ACCESS

Related Articles