শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির তলবকে চ্যালেঞ্জ অভিষেক-রুজিরার, আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
Abhishek-Rujira challenge ED's summons in teacher recruitment scam

Truth Of Bengal : রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ হল সুপ্রিম কোর্টে। এই কেলেঙ্কারির মামলায় অভিষেক ও রুজিরাকে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরে তলব করেছিল। সেই তলবকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা দুজনেই। সোমবার সুপ্রিম কোর্ট তাঁদের সেই আর্জি খারিজ করে দিল।
BREAKING| Supreme Court Dismisses Appeals Of TMC MP Abhishek Banerjee & Wife Against ED Summons In School Jobs Scam Case#SupremeCourt #AbhishekBanerjee https://t.co/HNsqMXS8HB
— Live Law (@LiveLawIndia) September 9, 2024
৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার শিক্ষক নিয়োগ দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর সমনকে চ্যালেঞ্জ করেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি এবং তার স্ত্রী রুজিরা ব্যানার্জি। তাদের দায়ের করা আপিল খারিজ করলো সুপ্রিম কোর্ট।