রাজ্যের খবর

পাচারের আগে গন্ডারের শিং সহ বনদপ্তরের হাতে গ্রেফতার মণিপুরের এক যুবক

A youth from Manipur was arrested by the forest department with rhino horn before trafficking

The Truth Of Bengal : শিলিগুড়ি : বিশ্বজিৎ সরকার : ফের একবার বড়সড় সাফল্য পেল বনদপ্তর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি হাতিঘিসা টোলপ্লাজা এলাকায় যৌথ অভিযান চালায় বনদপ্তর এবং এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান। এরপর সেখানে এক যুবককে আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ বনদপ্তর ও এসএসবির উদ্ধার হয় গন্ডারের শিং।

এরপর ওই যুবককে গ্রেফতার করে নিয়ে যায় বনকর্মী। ধৃতের নাম অজিত কুমার সিং। সে মণিপুরের ইম্ফলের বাসিন্দা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের কাছ থেকে ১.২৫ কেজি ওজনের গন্ডারের শিং উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গন্ডারের সিং মনিপুর থেকে নিয়ে আসা হয়েছিল নেপালে পাচারের উদ্দেশ্যে। ইতিমধ্যেই উদ্ধার হওয়া গন্ডারের শিং পরীক্ষার জন্য জুয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াতে পাঠানো হয়।

পাশাপাশি আরো জানা গিয়েছে এই ঘটনায় আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তদন্তের স্বার্থে ধৃতকে আদালতে তুলে এই চক্রের আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হবে। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। গোটা ঘটনা তদন্ত নেমেছে বনদপ্তর এবং এস এস বি।

Related Articles