মদ্যপান করে নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক যুবক
A young man went down to bathe in the river after drinking

The Truth Of Bengal,নদিয়া,মাধব দেবনাথ: একসাথে পাঁচ বন্ধু মদ্যপান করে নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল ২৫ বছর বয়সী এক যুবক। ঘটনায় আবারও চাঞ্চল্য সৃষ্টি হলো নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বয়রাঘাটে। জানা যায় নিখোঁজ যুবকের নাম বকুল মন্ডল, বয়স আনুমানিক ২৫ বছর। বাড়ি শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের প্রফুল্লনগর এলাকায়।
জানা যায়, রবিবার দুপুরে একটি টোটো গাড়ি করে পাঁচ বন্ধু নদীতে স্নান করার নাম করে আসে, এরপর একই সাথে পাঁচ বন্ধু জলে নাবে। জানা যায় বকুল স্নান করতে করতেই হঠাৎই জলের স্রোতে তলিয়ে যায়। পরিবারের দাবি, ওরা প্রত্যেকেই মদ্যপান করে বাড়ি থেকে বের হয়। টোটো চালকের দাবি ঘাটের ধারে বসে প্রথমে মদ্যপান করে এরপর জলে নামে স্নান করতে। তবে এক প্রকার বলা যেতেই পারে, মদ্যপান করে জলে নামার কারণে ই এই পরিণতি হল।
আর অকালে প্রাণ চলে গেল ২৫ বছর বয়সী এক যুবকের। খবর পেয়ে নদীতে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তরে টিম, যদিও ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। এখন দেখার তলিয়ে যাওয়া যুবকের দেহর খোঁজ কতক্ষণে মেলে। এই ঘটনায় এলাকার পাশাপাশি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।