রাজ্যের খবর
রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার জগাছা থানার পুলিশের
A young man was rescued by the police of Jagacha police station

The Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : রক্তাক্ত অবস্থায় এক যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা থানার অন্তর্গত অরবিন্দ রোডে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, সোমবার এক যুবককে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। পুলিশের কাছে খবর আসে গুলি চালানো হয়েছে যুবককে লক্ষ করে। জগাছা থানার পুলিশ এসে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যায় ওই যুবককে। ঘটনাস্থলে আসেন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম রাজ। হাওড়ার আমতা এলাকার বাসিন্দা। সে গুরুতর জখম হলেও তার শরীরে কোনো বুলেট ইনজুরি নেই। তবে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারনে ওই যুবক জখম হল তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিডিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।