নিজের বাড়িতেই হাতির হানায় আহত যুবক
A young man was injured by an elephant in his own home

The Truth Of Bengal : জলপাইগুড়ি : নিজের বাড়িতেই হাতির হানায় আহত হল এক যুবক। আহত যুবকের নাম রূপেশ ওরাও (২৬)।
জানা যায়, রবিবার রাতের খাবার খেয়ে রূপেশ সহ তার সম্পর্কে ভাই বিমল ওরাওঁ ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েন। এরপর রাত প্রায় দুটো নাগাদ পাশ্ববর্তী পানঝোড়া জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে তাদের বাড়িতে। হাতিটি ঘরের বেড়া ভেঙ্গে রূপেশকে শুড় দিয়ে টেনে বের করে। তাকে বাইরে বের করে একটি সুপারি গাছে ছুঁড়ে ফেলে দেয়। ওই সময় তার সাথে থাকা ভাই বিমল তাকে ওই এলাকা থেকে টেনে বের করে সরিয়ে নিয়ে যায়। তাতেই প্রাণে বেঁচে যায় রূপেশ। খবর পেয়ে রাত্রেই খুনিয়া স্কোয়াডের বন কর্মীরা এলাকায় গিয়ে আহত রূপেশকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।। ঘটনার খবর পেয়ে রবিবার ওই বাড়িতে যান চালসার পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার। তিনি বলেন, যেভাবে প্রতিনিয়ত লোকালয়ে হাতির হানা হচ্ছে তাতে প্রাণহানি হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে বনদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। বনদপ্তরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।