৪৭২ গ্রাম হিরোইন সহ পুলিশের জালে গ্রেফতার এক যুবক
A young man was arrested by the police with 472 grams of heroin

The Truth Of Bengal,নদিয়া,মাধব দেবনাথ: ৪৭২ গ্রাম হেরোইন সহ গ্রেফতার হল এক যুবক। একটি নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে নদিয়ার পলাশীপাড়া থানার পোতার পাড়া বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে নীল বাহাদুর মন্ডল নামে এক যুককে আটক করে পুলিশ।
বড় নলদহ মধ্যপাড়া এলাকা থেকে তল্লাশি চালিয়ে নীল বাহাদুর মন্ডলের কাছ থেকে ৪৭২ গ্রাম নিষিদ্ধ হেরোইন উদ্ধার করে। পুলিশ ও এলাকা সূত্রে খবর, ওই এলাকায় একচেটিয়া হেরোইন ব্যবসা চালাত এই যুবক। রবিবার আটকের পর ওই যুবককে গ্রেফতার করা হয় এবং সোমবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়।
তবে পুলিশ সূত্রে খবর, ধৃত যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে এর আসল রহস্য উদঘাটন করতে চাইছে। একই সাথে এই ঘটনায় জড়িত বড় চক্র রয়েছে কিনা তারও তদন্ত করতে চাইছে পলাশীপাড়া থানার পুলিশ। বিশেষ সূত্রে জানা গেছে, ধৃত যুবককে অনেকদিন ধরেই সন্দেহভাবে দেখছিল পুলিশ, তারপরে তার পেছনে লাগানো হয় গোপন সূত্র, দীর্ঘদিন ধরে পাখির নজরে রাখা হয়েছিল ওই যুবককে। অবশেষে পুলিশের সন্দেহ বাস্তবায়িত হল।