পারলৌকিক ক্রিয়া করতে এসে পুকুরে তলিয়ে নিখোঁজ হল যুবক, চাঞ্চল্য এলাকাজুড়ে
A young man disappeared after drowning in a pond while performing a supernatural act, creating a sensation in the area.

Truth Of Bengal: নয়ন কুইরী, বলরামপুর: এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী রইল পুরুলিয়ার বলরামপুর শহর। প্রয়াত বাবার প্রারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন করতে এসে পুকুরে স্নান করার সময় জলে তলিয়ে গেল এক যুবক। মঙ্গলবার সকাল প্রায় আটটা নাগাদ বলরামপুর শহরের মাইতিবাঁধ এলাকার একটি পুকুরে এই ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের নাম অজয় পরামানিক, ডাকনাম বিট্টু, যিনি বলরামপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এই ঘটনার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার বিশাল পুলিশবাহিনী। যুবকের খোঁজে পুকুরে নামানো হয় একাধিক স্থানীয় জেলেকে, যারা জাল দিয়ে খোঁজ চালাচ্ছেন। পাশাপাশি জেলা প্রশাসনের তরফ থেকে ডুবুরি ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকেও খবর দেওয়া হয়েছে, যাতে দ্রুত উদ্ধার কাজ শুরু করা যায়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অজয়ের দাদা। দীর্ঘক্ষণ পুকুর থেকে না ওঠায় সন্দেহ হওয়ায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন এবং শেষে বুঝতে পারেন, তিনি জলে তলিয়ে গেছেন। পুকুর পাড়ে স্থানীয় বাসিন্দারা এবং পথচারীদের ভিড় জমে যায়। প্রত্যেকে অজয়ের সন্ধানে উদ্বিগ্ন। অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। আবেগঘন পরিবেশে দাঁড়িয়ে থাকা মানুষদের একটাই প্রার্থনা — অজয় যেন সুস্থ অবস্থায় ফিরে আসে।
পুলিশ সূত্রে খবর, যত দ্রুত সম্ভব ডুবুরি নামিয়ে পুকুরের গভীর অংশে তল্লাশি চালানো হবে। এখন পর্যন্ত যুবকের খোঁজ পাওয়া না গেলেও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বলরামপুর শহরে। স্থানীয় মানুষ প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।