
The Truth of Bengal: জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা -বাতাবারি ৩১ নং জাতীয় সড়কের বাতাবাড়ি চা বাগানের কাছে। মৃত যুবকের নাম প্রতীক লোহার। সে মেটেলি ব্লকের উত্তর ধুপঝোড়া নিতেন পাড়ায় এলাকার ছিল।
জানা গেছে, এদিন রাতে ওই যুবক বাইক নিয়ে চালসা থেকে বাড়ি ফিরছিল। রাতে ওই এলাকায় কোন ছোট গাড়ি যুবককে জোরে ধাক্কা মারে। বাইক সহ যুবক সড়কের উপরে ছিটকে পড়ে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ যুবকের। ঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় মেটেলি থানার পুলিশ। পুলিশ দেহ ও বাইক উদ্ধার করে নিয়ে যায়। যে গাড়ির সাথে বাইকের ধাক্কা লেগেছে সেই গাড়িটি পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য আজ জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।