রাজ্যের খবর

লাভপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

A young man died after being hit by a train in Lovepur

The Truth of Bengal: ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে কাটোয়া আহমদপুর রেল লাইনে লাঘাটা ব্রিজ থেকে কিছুটা দূরে ফুল্লরা তোড়ন সংলগ্ন স্থানে। উল্লেখ্য, আজ সকালে সংশ্লিষ্ট লাইনের একমাত্র ট্রেনটি তখন কাটোয়া থেকে আহমদপুর যাচ্ছিল তখনই ঘটেছে ঘটনাটি।

তবে এক্ষেত্রে ঠিক কিভাবে ঘটেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।যদিও অনুমান করা হচ্ছে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন ঐ যুবক, তখনই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। মারাত্মকভাবে আহত হলে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ঐ যুবকের।

জানা গেছে, বছর উনিশের মৃত যুবকের নাম আসলাম সেখ ,বাড়ি ঝাড়খন্ডের জামতাড়া এলাকায়। গতকাল লাভপুরে কোন এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন যুবক, এমনটাই জানা যাচ্ছে সুত্র মারফৎ। এদিকে মৃতদেহ লাভপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেল ও স্থানীয় পুলিশি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related Articles