রাজ্যের খবর

সম্প্রীতির অনন্য নজির মুর্শিদাবাদে, হোসেনপুরে প্রায় পাঁচশো বছরের মন্দির-মসজিদ একসাথে

A unique example of harmony: Nearly five hundred year old temples and mosques coexist in Murshidabad and Hossainpur

Truth of Bengal: সম্প্রীতির আর এক নাম মুর্শিদাবাদ। হোসেনপুরে প্রায় পাঁচশো বছরের মন্দির-মসজিদ একসাথে। ভক্তি আর বিশ্বাসে গড়ে উঠেছে এক অনন্য দৃষ্টান্ত।

চারিদিকে যখন ধর্ম নিয়ে বিভাজন, হিংসা আর হানাহানি চলছে, তখন সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছে মুর্শিদাবাদের হোসেনপুর গ্রাম। এখানে একই স্থানে প্রায় পাঁচশো বছরের পুরনো এক মন্দির এবং এক মসজিদ বলে জানাযায়। রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে মসজিদ, অপর পাশে মাথা উঁচু করে রয়েছে মন্দির। একসাথে চলছে আজান ও ঘন্টার ধ্বনি, নামাজ ও আরতির সুর। বৈশাখ মাসে এখানে দেখা যায় অপূর্ব দৃশ্য—হিন্দু-মুসলিম নির্বিশেষে ভিড় করেন এই পবিত্র স্থানটিতে।

স্থানীয়রা জানান “আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি—সবাই মিলে এখানে আসি, মানত করি। কে হিন্দু, কে মুসলিম—এখানে সেটা কেউ ভাবে না।” মানুষ আসেন মনস্কামনা নিয়ে, কেউ মানত করেন সন্তানের জন্য, কেউ রোগ মুক্তির আশায়। আর যখন সেই ইচ্ছে পূরণ হয়, তখন দান করতে আসেন এখানকার মন্দির ও মসজিদে। একই প্রাঙ্গণে পুজো আর নামাজ, হাতে হাত মিলিয়ে উৎসব পালন করেন সকলেই।

এই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতি বছর আয়োজিত হয় এক মেলা, যেখানে হিন্দু-মুসলিম নির্বিশেষে মানুষ অংশ নেন আনন্দের সঙ্গে। হোসেনপুরের এই ঐতিহাসিক স্থান যেন বারবার মনে করিয়ে দেয়—ধর্ম আলাদা হলেও, মন এক। বিভেদ নয়, ভালোবাসাই হোক জীবনের পথ। ধর্মের সীমানা পেরিয়ে, এই মন্দির ও মসজিদ শেখায়—যেখানে হৃদয়ে থাকে সম্প্রীতি, সেখানেই সৃষ্টিকর্তার বাস।

Related Articles