রাজ্যের খবর

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ময়নাগুড়িতে, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

A terrible fire incident in Mainaguri

The Truth of Bengal: রবিবার রাতে ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মন্দির সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনায় পাঁচটি দোকানঘর পুড়ে গেছে, তারমধ্যে একটি ব্যবসায়ী সমিতির অফিস ঘর। জানা গেছে, রবিবার রাত আনুমানিক বারোটা নাগাদ একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

এরপর মুহুর্তেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠে। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল ও থানায়। ময়নাগুড়ি দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাচঁটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।

কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এদিকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে গতকাল রাতে ময়নাগুড়ি ব্লকের সুস্তিরহাট ও রামশাই এলাকাতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Related Articles