শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড জলপাইগুড়িতে, ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ
A terrible fire in short circuit in Jalpaiguri, the police of Kotwali police station on the spot

The Truth Of Bengal: মেশিন দিয়ে ধান মাড়াই করতে গিয়ে বিপত্তি,শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড জলপাইগুড়িতে। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের চরকডাঙ্গী এলাকায়।
ধান মাড়াই করার মেশিন থেকে শর্ট সার্কিট হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জলপাইগুড়িতে। জমিয়ে রাখা ধানের স্তুপে লাগলো আগুন । মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের চরকডাঙ্গী এলাকায়।অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পোয়ালের পুঞ্জিতে আগুন ছড়িয়ে পড়তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি দমকলের একটি ইঞ্জিন। আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশও ।
ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দারা জানান, ধান মাড়াইয়ের কাজ চলছিল। ওই সময় মেশিন থেকে শর্টসার্কিট হয়ে আচমকা আগুন ধরে যায়। স্তুপ করে রাখা অনেক ধান ও আঁটি নষ্ট হয়ে গেছে।
Free Access