মালদহের চাঁচলে ভয়াবহ আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
A terrible fire in Maldah Chanchal, damage of lakhs of rupees

The Truth Of Bengal : মালদহের চাঁচলের নেতাজি মোড়ের একটি মার্কেট কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মার্কেটের প্রথম তলের প্রথম সারিতে থাকা একটি জুতোর দোকানে আগুন লাগে। পথচারীরা আগুন দেখতে পেয়ে খবর দেন দমকলকে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সট সার্কিটের জেরে এই আগুন লেগেছে। আগুনে জুতোর দোকানটির পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে। দোকানটির মালিকের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আগুনের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দাবি করেছেন, মার্কেটের বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা ভালো নয়। এর ফলে এমন ঘটনা ঘটতেই পারে। তারা মার্কেটের বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা উন্নত করার দাবি জানিয়েছেন।
FREE ACCESS