রাজ্যের খবর

আসানসোলের বার্নপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন

A terrible fire broke out in Asansol's Barnpur, 4 fire engines at the scene

The Truth Of Bengal : পশ্চিম বর্ধমান, আসানসোল, বানপুর : ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত আসানসোলের বার্নপুরে।

সুত্রের খবর, মঙ্গলবার দুপুরে আসানসোলের বার্নপুরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনায় বার্নপুরের আপার রোডের রাস্তার ধারে 15 থেকে কুড়িটি পুড়ে ভুষ্মিভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দুটি ইঞ্জিন । তাঁরা এসেই প্রথমে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রনে না এলে অবশেষে আরও ২ টি ইঞ্জিন আনা হয়। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন দমকল বাহিনী।

স্থানীয়দের অনুমান দোকানের পিছনে বেশ কিছু বাড়ি রয়েছে। সেখানে রান্না করার সময় হয়তো আগুনটি লেগেছে।

 

Related Articles