রাজ্যের খবর

আবাসনের ভিতর থেকে হঠাৎ দুর্গন্ধ! দরজা খুলতেই চক্ষু চড়কগাছ

A sudden stench from inside the residence! Eyes wide open as soon as the door is opened

Truth Of Bengal : হুগলি : রাকেশ চক্রবর্তী : আবারও উত্তরপাড়া এলাকার ২২ নম্বর ওয়ার্ডের একটি আবাসনের ভিতর থেকে হঠাৎ দুর্গন্ধ! পুলিশ এসে দরজা ভেঙে মৃত অবস্থায় উদ্ধার গৃহকর্তাকে। আত্মীয়রা জানাচ্ছেন শারীরিক ভাবে অসুস্থ ছিলেন গৌতম পাল বয়স ৪৬ ওই ব্যক্তি। ফ্ল্যাটে একাই থাকতেন। তিন দিন আগে তাকে শেষ দেখা গিয়েছিল।

জানা যায়, আজ বিকালে হঠাৎই আবাসনের আবাসিকরা দুর্গন্ধ পায়। এরপরেই আত্মীয়দের খবর দেওয়া হয়। এরপর উত্তরপাড়া থানায় খবর দেওয়া হলে। কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে চলে আসেন। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখতে পায় ওই বাড়ির গৃহকর্তা মাটিতে লুটিয়ে পড়ে আছেন।

পরিবার সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন গৌতম বাব। তাঁর কাছে কেউ খাবার নিয়ে আসুক তা তিনি পছন্দ করতেন না। শুধু বিস্কুট খেয়ে দিন কাটাতেন তিনি। প্রতিবেশীরা জানান, তিন দিন আগে বারের জন্য গৌতম বাবুকে শেষ দেখা গিয়েছিল। তবে এটা আত্মহত্যা নাকি খুন তা নিয়ে ঘনাচ্ছে রহস্য।

Related Articles