পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু পুরুলিয়ার বাসিন্দা, শোকের ছায়া পরিবারে
A resident of Purulia died in a terrorist attack in Pahelgaon, the family is in mourning

Truth of Bengal: গত মঙ্গলবার জম্বু কাশ্মীরে ঘুরতে যাওয়া পর্যটকদের ওপর হামলা করে পাক জঙ্গিরা। যাদের মধ্যে ছিলেন বহু ভারতীয় সহ আরও অনেকে। যারা প্রত্যেকেই নিজের নিজের পরিবারের কোনো না কোনো সদস্যের সাথে কিছু আনন্দের মুহূর্ত উপভোগ করতে গিয়েছিলেন। কিন্তু সেই আনন্দ এইভাবে দুঃখের মুহূর্তে পরিণত হবে। সেই ঘটনার জেরে অকালেই প্রান হারিয়েছেন বহু মানুষের প্রিয় জনেরা। আর সেই সকল পর্যটকদের মধ্যে ছিলেন পুরুলিয়ার এক বাসিন্দাও।
ওইদিন সেই জঙ্গীদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন পুরুলিয়া জেলার ঝালদার বাসিন্দা মনীশ রঞ্জন মিশ্রাও। মনীশ রঞ্জন মিশ্রা পেশায় একজন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের আধিকারিক। এরপর বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে রাঁচি এয়ারপোর্টে আনা হয় মনীশের মরদেহটিকে। এরপর সেখান থেকে মনীশের দেহটিকে তার নিজের গ্ৰামের বাড়িতে আনা হয়।
প্রসঙ্গত, জানা গিয়েছে মনিস রঞ্জন মিশ্র একজন গোয়েন্দা আধিকারিক তিনি কর্মসূত্রে হায়দ্রাবাদে ছিলেন। ছুটি কাটাতে পরিবারদের নিয়ে আনন্দ উপভোগ করতেই তিনি ওইদিন জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে যান। কিন্তু সেখান গিয়ে কল্পনাতীত এক ঘটনার সম্মুখীন হতে হয় তাকে। এইমধ্যে মনিস রঞ্জন মিশ্রের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেবে এসেছে তার পরিবারে।