রাজ্যের খবর

তৈরী হবে ন্যাশনাল টাস্ক ফোর্স, দিতে হবে স্ট্যাটাস রিপোর্ট, আরজি কর মামলার শুনানিতে আর কি বলল শীর্ষ আদালত

A National Task Force will be formed

Truth Of Bengal : এবার আর হাইকোর্ট নয়! হাইকোর্ট থেকে আর জি কর মামলা গেল সুপ্রিম কোর্টে। এবার থেকে সিবিআইকে এই মামলা সংক্রান্ত সমস্ত স্টেটাস রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টকে। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী বৃহস্পতিবার।

শীর্ষ আদালতের প্রশ্ন, “কি করছিলেন আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ?” এছাড়াও সর্বোচ্চ আদালত জিজ্ঞেস করে, “তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা?” সুপ্রিম কোর্ট জানায়, দেরি করে FIR দায়ের করা হয়েছে। পুলিশের দায়িত্ব ছিল অপরাধের জায়গাকে আরও সুরক্ষিত রাখা।

সুপ্রিম কোর্ট জানায়, “নিগৃহীতার সঙ্গে পাশবিক অত্যাচার করা হয়েছে। হাসপাতালের তরফে অভিযোগ করা হয়নি কেন? হামলার রাতে একসঙ্গে এতো লোক জড়ো হয়েছিল কিভাবে? এটা সত্যি ভয় জাগানোর মত ঘটনা”। এরপর চিকিৎসকদের সুরক্ষায় ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করছে সুপ্রিম কোর্ট।

এক নজরে সুপ্রিম কোর্টের বক্তব্য : 

  • হাইকোর্ট থেকে আর জি কর মামলা গেল সুপ্রিম কোর্টে
  • সিবিআই এই মামলার স্টেটাস রিপোর্ট সুপ্রিম কোর্টকে
  • এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার
  • কি করছিলেন আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ? প্রশ্ন শীর্ষ আদালতের
  • তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা? প্রশ্ন সর্বোচ্চ আদালতের
  • দেরি করে দায়ের করা হয়েছে FIR, জানাল সুপ্রিম কোর্ট
  • অপরাধের জায়গা সুরক্ষিত রাখার দায়িত্ব ছিল পুলিশের
  • নিগৃহীতার সঙ্গে পাশবিক অত্যাচার করা হয়েছে : সুপ্রিম কোর্ট
  • চিকিৎসকদের সুরক্ষায় ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করছে সুপ্রিম কোর্ট
  • হাসপাতালের তরফে অভিযোগ করা হয়নি কেন?
  • হামলার রাতে একসঙ্গে এতো লোক জড়ো হয়েছিল কিভাবে?
  • এটা ভয় জাগানোর মতো ঘটনা
  • শান্তিপূর্ণ আন্দোলনে কি করে ঢুকল দুষ্কৃতীরা?
  • ‘আমরা আরও একটা ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারবো না’: সুপ্রিম কোর্ট
  • হাসপাতালে কি করে বহিরাগতরা ঢুকে হামলা চালাল?
  • চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করতে আবেদন সুপ্রিম কোর্টের
  • মঙ্গলবারের মধ্যে সিবিআই অবস্থান স্পষ্ট করুন
  • সুপ্রিম কোর্ট : ছবি বাইরে ছড়াল কীভাবে?

Related Articles