চলন্ত লরিতে হঠাৎ আগুন, চালকের তৎপরতায় বাঁচল প্রাণ
A moving lorry suddenly caught fire, the driver's actions saved his life

Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : হাওড়া ধুলাগড় ব্রিজের কাছে ১১৬ নম্বর জাতীয় সড়কে মালবোঝাই চলন্ত লরিতে আচমকা আগুন লেগে বিপত্তি ঘটে। ঘটনায় চালকের তৎপরতায় প্রাণ বাঁচল। ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, আলমপুর থেকে মালবোঝাই করে ওড়িশার দিকে যাচ্ছিল লড়িটি। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। কিভাবে আগুন লাগলো, তা এখনো স্পটভাবে না জানা গেলেও লরির চালক মনে করছেন, ইঞ্জিন থেকে এই আগুন লাগে। চলন্ত অবস্থায় আগুন লেগেছে বুঝতে পেরে চালক ও তার সহযোগী তৎক্ষণাৎ লরিটি রাস্তার একপাশে দাঁড় করিয়ে নেমে পড়েন। ওই লরিতে মাজন এবং ব্রাশ সহ আরো অন্যান্য মালপত্র মজুত ছিল। আচমকাই মালপত্র সমেত দাউ দাউ করে জ্বলে যায় লরিটি। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এই ঘটনায় কেউ আহত বা হতাহত হয়নি। ঘটনায় দমকলকে খবর দিলে একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে।