রাজ্যের খবর

অবৈধভাবে গাছ কাটার অভিযোগে সাহেবনগর ফিল্ড এলাকা থেকে গাছ সহ আটক এক ব্যক্তি

A man was arrested with trees from the Sahebnagar Field area on charges of illegally cutting trees.

Truth of Bengal: অবৈধভাবে একাধিক গাছ কাটার অভিযোগে সাহেবনগর ফিল্ড এলাকা থেকে গাছ সহ এক ব্যক্তিকে আটক করল হরিহরপাড়া থানার পুলিশ। সোমবার সকালে ঘটনাস্থলে হানা দিয়ে কাটা গাছ উদ্ধার করে পুলিশ এবং সঙ্গে সঙ্গে এক অভিযুক্তকে আটক করে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে সাহেবনগর ফিল্ডের ধারে পঞ্চায়েতের তত্ত্বাবধানে একাধিক গাছ রোপণ করা হয়েছিল। অভিযোগ, গ্রাম পঞ্চায়েতকে কোনো রকম না জানিয়ে সেই গাছগুলো কেটে ফেলা হয়। বিষয়টি জানতে পেরে চোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পুলিশের দ্বারস্থ হন বলে জানাযায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ বলে জানা যায়।

এদিকে অভিযুক্তদের দাবি, সাহেবনগর নতুন পাড়া ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির করা হবে সেই রক্তদান শিবির জন্য শুকনো গাছগুলো কাটা হয়েছে। তারা অকপটে স্বীকার করে নিচ্ছে আমাদের ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থ। যদিও এই যুক্তি মানতে নারাজ পঞ্চায়েত কর্তৃপক্ষ। তারা স্পষ্ট জানান, পঞ্চায়েতের অনুমতি ছাড়া এধরনের কাজ সম্পূর্ণ বেআইনি। পুলিশ সুত্রে জানা যায়, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Related Articles