রাজ্যের খবর

প্রতিবেশীর সঙ্গে মোষ নিয়ে বিবাদ! ধারালো অস্ত্র কোপে মৃত্যু যুবকের

Malda

The Truth of Bengal: এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। খুনের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। মালদার রতুয়ার বাজিতপুর বদনটোলা এলাকার ঘটনা। কি কারনে খুন খতিয়ে দেখছে রতুয়া থানার পুলিশ। গতকাল রাতে বাড়ির ভেতরে মোষ ঢোকা নিয়ে বিবাদ বাঁধে দুই প্রতিবেশী বছর ৫৩-এর দেব নারায়ণ যাদবের সাথে প্রতিবেশী দিগন যাদবের।

অভিযোগ সেই সময় দেব নারায়ণ যাদব কে হাসুয়া দিয়ে কোপানো হয়। কোপানোর অভিযোগ শ্যাম বিহারী যাদব, দিগন যাদব, সদানন্দ যাদব সহ কয়েকজনের বিরুদ্ধে। গুরুতর যখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকেরা।

এই ঘটনাই রতুয়া থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে। নিছকই সামান্য বিবাদকে কেন্দ্র করে এই খুন নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখছে রতুয়া থানার পুলিশ। ঘটনাটি ঘিরে শোকের ছায়া মৃতের পরিবারে।

Related Articles